২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যেগে ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয় ।
উক্ত মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ বক্তৃতা প্রদান করেন।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিমন, জাহিদ হাসান,মুখ্য সংগঠক সাদিকুর রহমান, মুখপাত্র জান্নাতুল তহুরা তন্নী, সংগঠক আলমগীর হোসেন, সদর উপজেলা আহবায়ক খন্দকার আল ইমরান এবং সদস্য সচিব মাহমুদুল হাসান মুহি বক্তব্য রাখেন।
বক্তব্যে বক্তারা হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তুলে ধরেন ।
উল্লেখ্য গত ৯ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি দেখতে পান। ডাক্তারদের চেম্বারে গিয়ে ডাক্তারদের দেখতে পায় না , হাসপাতালের পরিক্ষা যন্ত্র অকেজো পান, ঔষধ সংকট সহ বিভিন্ন সমস্যা দেখতে পান।
এছাড়া ৪ই জানুয়ারি একজন শিক্ষার্থী হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে অনশন কর্মসূচি পালন করেন সেইদিন হাসপাতাল তত্ত্বাবধায়ক সকল সমস্যা সমাধানের জন্য ২মাস সময় চান । ২মাস পরেও হাসপাতালের কোন উন্নতি করতে না পারায় আজ আবার মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধন শেষে ডিসি মহোদয়ের মাধ্যমে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
0 Comments