কোল্ডস্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেআলু চাষীরা।
রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন আলুচাষী আব্দুস ছালাম ব্যাপারী, আবুল কাশেম দুলাল, শাহ্ আলম মোস্তফা, সোলায়মান আলী প্রমূখ।
কৃষি বিপনন অধিদপ্তর কর্তৃক হিমাগেরের ভাড়া কেজি প্রতি ৬ টাকা ৭৫পয়সায় পূনরায় নির্ধারন করার তিব্র প্রতিবাদ জানান বক্তারা । তারা এ ভাড়া প্রত্যাখান করে কেজি প্রতি ৫ টাকা নির্ধারন করার দাবী জানান। তারা আরো বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য ৬ টাকা ৭৫পয়সা নির্ধারণ করলে উৎপাদন ও মজুদ খরচ সহ প্রতিকেজির খরচ দাড়ায় প্রায় ৩৫টাকা যা আগামীতে ভোক্তাদের উপর প্রভাব পড়বে।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্বারকলিপি পেশ করেন আলু চাষিরা।
প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়, দ্যা নিউজ
0 Comments