কুড়িগ্রাম — সীমান্তের শেষ প্রান্তে নয়, সম্ভাবনার শুরুতে এক জনপদ। গর্ব আছে আমাদের, আছে দীর্ঘ অবহেলার যন্ত্রণা।
৫৪ বছর পেরিয়ে এসেও আমরা অনেকটাই পিছিয়ে। উন্নয়ন এসেছে অন্য কোথাও, আমরা পেয়েছি অপেক্ষা।
তবুও হাল ছাড়িনি। আজ সময় এসেছে নতুন করে ভাবার, নতুন করে গড়ার।
রাজনীতি এখন বদলাবে — এলাকাভিত্তিক সেবা, স্বচ্ছতা আর মানুষের ভাগ্য গড়াই হবে মূল লক্ষ্য।
সমাজও পাল্টাবে — ভেদাভেদ ভুলে গড়বো সহানুভূতির এক বন্ধন, যেখানে নারী-পুরুষ, তরুণ-প্রবীণ সবাই এক কাতারে।
আমরা চাই না বড় কথা, চাই বড় উদ্যোগ।
একটি শিক্ষিত, মানবিক, প্রযুক্তিনির্ভর, আধুনিক কুড়িগ্রাম — এই আমাদের লক্ষ্য।
আমরা বিশ্বাস করি, পরিবর্তন কোনো একজনের পক্ষে সম্ভব নয়। এটি হতে হবে সবার — আপনার, আমার, আমাদের মিলিত চেষ্টার ফল।
সবার আগে কুড়িগ্রাম — সবাই মিলে গড়বো নতুন কুড়িগ্রাম।
আপনার অংশগ্রহণ, মতামত আর ভালবাসাই আমাদের পথচলার প্রেরণা।
মোঃ তাজুল ইসলাম তাজ সমাজসেবক | চেয়ারম্যান, ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন
0 Comments