আজ বেলা ১০টায় নাগেশ্বরী কলেজ মোড়স্থ সিরাজ শপিং কমপ্লেক্সের সামনে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক অনন্য মানবিক আয়োজন। আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা, গাছ ও মাস্ক বিতরণ, এবং পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য, যিনি বলেন,এই ধরণের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষকে সেবা দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসা তরুণদের দেখে আমি অনুপ্রাণিত।
সম্মানিত অতিথি জনাব কাজী নজরুল ইসলাম নজরুল, প্রভাষক, কেদার মহিলা কলেজ (ইংরেজি বিভাগ), বলেন,আজকের তরুণরা শুধুমাত্র ক্যারিয়ার নয়, সমাজ উন্নয়নেও যে সক্রিয় ভূমিকা রাখতে পারে, এই আয়োজন তার প্রমাণ।
গ্রীন ভয়েস, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাইদুল ইসলাম মামুন বলেন,গ্রীন ভয়েস সবসময় মানুষের পাশে থাকতে চায়। এই কর্মসূচিতে অংশগ্রহণ আমাদের দায়িত্ব এবং ভালোবাসার প্রকাশ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিজানুর রহমান মিজান, চেয়ারম্যান, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন। তিনি বলেন,আমরা চাই একটি মানবিক ও সবুজ সমাজ গড়ে তুলতে। এ ধরনের ছোট ছোট উদ্যোগই সমাজে বড় পরিবর্তনের সূচনা করে।
চিকিৎসাসেবা প্রদান করেন এলাকার একদল উদ্যমী ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ চিকিৎসক ডা. প্রিতম সরকার, ডা. ইশরাত জাহান এপি, ডা. সামিরা জাহান ও ডা. জাকির হোসেন আঙ্গুর। তারা বলেন,এই আয়োজন আমাদের সামাজিক দায়বদ্ধতা পালনের একটি সুযোগ হয়ে উঠেছে। সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই সবচেয়ে বড় অর্জন।
ব্লাড গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেন রাজ, লিটু এবং তাদের নাগেশ্বরী ব্লাড ব্যাংক টিম। তারা জানান,আমরা চেষ্টা করি প্রয়োজনের সময় মানুষের পাশে থাকতে, আর এই ধরণের আয়োজন আমাদের কাজে আরও গতি এনে দেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল, বিশিষ্ট ব্যবসায়ী, আমান উল্লাহ মাওলা, বন কর্মকর্তা শাহিন আলম, গ্রীন ভয়েস, ব্লাড ব্যাংক ও ভিবিডি নাগেশ্বরী টিম, যারা সেচ্ছাশ্রমে পুরো কার্যক্রমে সমন্বয় ও সেবা প্রদান করেছেন।
এই আয়োজনে স্থানীয় পথচারী,অটোচালক ও দরিদ্র মানুষদের মাঝে সেবাসমূহ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। একদিকে যেমন চিকিৎসা সেবা, অন্যদিকে পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা এই যৌথ মানবিক উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন
0 Comments