কুড়িগ্রাম, ৯ জুন: কুড়িগ্রামে পবিত্র ঈদ উল আযহার দিন থেকে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। গত তিন দিন ধরে প্রচণ্ড গরমে মানুষজন বাধ্য হয়ে দিনের বেলা ঘর থেকে বের হওয়া কমিয়ে দিয়েছেন। বিশেষ করে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ পড়েছেন মারাত্মক বিপাকে। সোমবার (৯ জুন) দুপুরে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় এই তাপমাত্রা আরও বাড়তে পারে এবং তীব্র ভ্যাপসা গরম বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তীব্র তাপপ্রবাহের ফলে জেলার বিভিন্ন অঞ্চলে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষেরা পড়েছেন চরম দুর্দশায়। প্রচণ্ড গরমে কাজ করাটা হয়ে উঠেছে দুঃসাধ্য। জেলা সদরের পাঁচগাছি ইউনিয়ন থেকে আসা রিকশাচালক কেরামত আলী বলেন, “ঈদেই তো আসল কামাই হয়। সবাই ঈদে বের হয় ঘুরতে। কিন্তু এই গরমে রিকশা চালানো কঠিন হয়ে গেছে। পেটের দায়ে কয়টা টাকা কামাই করতেই গরম সহ্য করছি।” জেলার সাধারণ মানুষের আশঙ্কা, সামনে আরও কয়েকদিন এই ভ্যাপসা গরম চললে জনজীবনের দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষের জন্য এ অবস্থা বিপজ্জনক হয়ে উঠতে পারে। আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে যতটা সম্ভব দুপুরের গরম এড়িয়ে চলতে এবং প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়েছেন।
0 Comments