Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ফুটবল মাঠে আধুনিক গোলবার, পাঠাগারে নতুন বই—মন্ডলেরহাটে ইউএনও’র সহায়তা



নিজস্ব প্রতিবেদক | ৩০ জুন, ২০২৫

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের মন্ডলেরহাটের সচেতন শিক্ষার্থী সংঘ সশিস পাঠাগারের জন্য বই কেনা এবং ফুটবল খেলার জন্য আধুনিক মানের গোলবার স্থাপনে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। মঙ্গলবার (৩০ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়।


মন্ডলেরহাটের সশিস পাঠাগার ও ক্রীড়া সংঘ এ অঞ্চলের ক্রীড়াপ্রেমী ও শিক্ষানুরাগী মানুষের কাছে সুপরিচিত একটি নাম। জেলার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজনসহ নানা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি স্থানীয়ভাবে বেশ সুনাম কুড়িয়েছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার সদস্য মশিউর রহমান মুন হামার কুড়িগ্রাম নিউজ-কে বলেন, “অনেকে অতীতে নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে রূপ পায়নি। এবার বই কেনা এবং ক্রীড়া সামগ্রী প্রদানের মাধ্যমে প্রশাসন সত্যিকার অর্থে মানুষের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়েছে।”


চেক প্রদানের সময় ক্রীড়াপ্রেমী রাশেদুল ইসলাম, মিলজার রহমান ,বায়জিদ বোস্তামির,মাইন সরকার ,আবদুল্লা উপস্থিত ছিলেন। 


এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ মন্ডলেরহাটসহ পুরো কুড়িগ্রাম জেলার শিক্ষা ও ক্রীড়া অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

Post a Comment

0 Comments