Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

চিলমারী উপজেলা বিএনপির ৩০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

 


চিলমারী (কুড়িগ্রাম), ৩ জুলাই ২০২৫:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখা চিলমারী উপজেলা বিএনপির ৩০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। দলটির জেলা আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদনের কথা জানানো হয়।


নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আঃ বারী সরকার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম স্বপন। সদস্য সচিব করা হয়েছে সহঃ অধ্যাপক আবু হানিফকে।


কমিটির অন্যান্য নেতারা হলেন:

যুগ্ম আহ্বায়ক:

মোঃ সাদেকুল হোসেন সাজু, সহঃ অধ্যাপক ফজলুল হক, মোঃ সাদেক হোসেন পাখি, আনোয়ারুল হক বাবলু, জোহাইরুল ইসলাম সোহিট, মোঃ শাহ আলম সরদার।

সদস্য:

আবুল কালাম মির্জা, মোঃ সাহেব আলী, উপাধ্যক্ষ শামসুলনবী সরকার, আঃ কাদের (প্রাক্তন চেয়ারম্যান), মকবুল হোসেন মজনু, শাজাহান আলী মন্ডল বাবলু, মজিবর রহমান বিলু, মাহাবুব হক, একরামুল করিম রাজু, জামাল উদ্দিন হক, নলকার বদরুল ইসলাম রাশু, তাসিম আলী, অধ্যাপক নজরুল হুদা পারভেজ, মোসলেম উদ্দিন ফিরোজ, আফসার হোসেন বাবু, মোঃ রফুল আমিন, লোহাকাচা চৌধুরী, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান নাছু, জিয়াউল কবির রাশেদ, জাহেদুল রহমান রাজা এবং বাদসালাম বুবু।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব—এই তিনজনকে স্বাক্ষরের ক্ষমতা প্রদান করা হলো। চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আঃ বারী সরকার সুষ্ঠুভাবে সম্মেলন সফল করতে সহযোগিতা করবেন। আহ্বায়ক সম্মেলনে কোনো পদে প্রার্থী হতে পারবেন না।


আগামী ৭ (সাত) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা কমিটির নিকট প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


নেতাদের প্রত্যাশা, এ কমিটির মাধ্যমে চিলমারী উপজেলা বিএনপিতে নতুন কার্যক্রম ও গতিশীলতা সৃষ্টি হবে।

Post a Comment

0 Comments