Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

নাগেশ্বরীতে মিথ্যা মামলার ফাঁদে যুবক, ক্যাসিনো সম্রাটের গ্রেফতারের দাবিতে মানববন্ধন








মাইদুল ইসলাম, মামুন, বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথী বাজারে সম্প্রতি এক অস্বাভাবিক ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা জানান, গত ৩ মে ওই বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন এমপি প্রার্থীর ব্যানার টানানো ছিল। হঠাৎই স্থানীয় যুবক যিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে পরিচিত শামসুল হুদা সুমন ব্যানারটি নামিয়ে ফেলে এবং নিজের ঈদের শুভেচ্ছা ব্যানার টানিয়ে দেয়। পরে এমপি প্রার্থীর ব্যানারটি ছিঁড়ে বাড়িতে নিয়ে যায় সে।

এ ঘটনা স্থানীয় যুবক মাইনুল ডলার ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। এরই জেরে শামসুল হুদা সুমন পাথাড়ি মসজিদে গেলে মাইনুল ডলারের ছেলে ও সুমনের মধ্যে তর্কাতর্কি ও ধস্তাধস্তি হয়। সুমনের বাবা শাহানুর আলম ছকিনুর অভিযোগ করেন, এই সময় তার ছেলের ব্যবসায়িক আড়াই লক্ষ টাকা ছিনতাই হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শামসুল হুদার পরিবার দাবি করে, পুরো ঘটনায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং এ কারণে তাকে জেলও খাটতে হয়েছে। এর প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে বুধবার আলেপের তেপথী বাজারে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাইনুল ডলার এলাকায় ‘ক্যাসিনো সম্রাট’ ও ‘মাদক গডফাদার’ হিসেবে পরিচিত। তার সহযোগী জাহিদুল ইসলামসহ পুরো চক্রটি যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বক্তারা দ্রুত তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় সন্তোষপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ সুজাউদ্দৌলা সুজা মেম্বার বলেন, শামসুল হুদা সুমনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এর সঠিক ও দ্রুত বিচার চাই। পাশাপাশি মাদক ও ক্যাসিনো ব্যবসা এই এলাকা থেকে চিরতরে নির্মূল করতে হবে।

স্থানীয় বাসিন্দা মোঃ আমিনুর মিয়া বলেন, মাইনুল আগে ছিলেন একজন মাঝি। হঠাৎ করে তার কাছে কোটি কোটি টাকা এলো কীভাবে? আমরা চাই এ বিষয়ের পূর্ণাঙ্গ তদন্ত হোক। তার ক্যাসিনো ব্যবসায় অনেক যুবক নষ্ট হয়েছে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন শহীদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনজু, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক এলাকাবাসী। তারা সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন,আমরা চাই যুবসমাজ বাঁচুক, মাদক ও জুয়ার কবল থেকে মুক্ত হোক। প্রশাসনের কাছে অনুরোধ দয়া করে দ্রুত পদক্ষেপ নিন।

Post a Comment

0 Comments