ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উলিপুর উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা এরশাদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১টার পর উলিপুর থানা পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, এরশাদুল হকের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে। তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, অনিয়ম, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।
গ্রেফতারের খবরে এলাকাজুড়ে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বললেও, অনেকেই মনে করছেন এটি আইনের কার্যকর প্রয়োগ।
এদিকে, স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত জানাতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদকঃ মোঃ দিদার আহমেদ জীবন
0 Comments