Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

চিলমারী-রৌমারী-রাজিবপুর রুটে ড্রোন নজরদারি, নৌপথে কঠোর পুলিশি টহল


কুড়িগ্রাম প্রতিনিধি | জুলাই ২, ২০২৫


কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজিবপুরের দুর্গম চরাঞ্চলে অপরাধ দমনে ড্রোন ব্যবহার করে নজরদারি জোরদার করেছে জেলা পুলিশ। পাশাপাশি দুই দিন ধরে নৌপথে চলছে বিশেষ অভিযান। জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি), নৌপুলিশ ও থানা পুলিশ যৌথভাবে এ টহল কার্যক্রম পরিচালনা করছে।


পুলিশ সূত্রে জানা যায়, চিলমারী-রৌমারী-রাজিবপুর রুটে সম্প্রতি একাধিক নৌ ডাকাতির ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে হাটের দিনসহ অন্যান্য সময়েও এ অঞ্চলে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ চরাঞ্চল ও নদীপথে নজর রাখা হচ্ছে।


বিশেষ করে চিলমারীর জোড়গাছ হাট, রমনা ঘাট, কাঁচকোল, ফকিরের হাট ও চরাঞ্চলে নিয়মিত ড্রোন উড়িয়ে পুলিশের তৎপরতা চালানো হচ্ছে। সপ্তাহে রোববার ও বুধবার চিলমারীর জোড়গাছে হাট বসে। এসব দিনে নৌপথে ব্যবসায়ীদের আগমন বেশি হওয়ায় নিরাপত্তা জোরদার করা হয়।


চিলমারী ইউনিয়নের বাসিন্দা বাবু, রাসেল ও পল্লব জানান, “এখন ডাকাতির ভয় নেই। ড্রোন উড়ানোয় ঝোপঝাড়ে লুকিয়ে থাকা অপরাধীরা সহজেই ধরা পড়ে। এজন্য জেলা পুলিশের প্রতি আমরা কৃতজ্ঞ।”


ব্যবসায়ী মাহফুজার বলেন, “আগে হাটে আসতে ভয় লাগত। এখন ব্রহ্মপুত্র নদে পুলিশ সদস্যদের দেখা যায়, তাই স্বস্তি পাই।”


জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, “চিলমারী নদীবন্দর ও আশপাশের নৌরুটে সার্বক্ষণিক ড্রোন মনিটরিং করা হচ্ছে। অতিরিক্ত পুলিশি তৎপরতার ফলে নৌ ডাকাতির প্রবণতা অনেক কমে এসেছে।”


জেলা পুলিশের এই উদ্যোগে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।

Post a Comment

0 Comments