Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

জিপিএ-৫ পেয়েও রুশনির মেডিকেল স্বপ্নের পথে দরিদ্রতার দেয়াল

 

জিপিএ-৫ পেয়েও রুশনির মেডিকেল স্বপ্নের পথে দরিদ্রতার দেয়াল



মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি


দারিদ্র্যকে হার মানানো কুড়িগ্রামের উলিপুর উপজেলার যমুনা বকশী গ্রামের মেধাবী শিক্ষার্থী রুশনি আক্তারের চোখে একটিই স্বপ্ন – ডাক্তার হয়ে অসহায় মানুষদের সেবা করা। এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে। কিন্তু পরিবারের করুণ আর্থিক অবস্থা এই স্বপ্নকে কঠিন করে তুলছে প্রতিদিন।

রুশনির বাবা রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসারের সব দায়িত্ব কাঁধে নিয়ে তার মা অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন, হাঁস-মুরগি পালন করে বিক্রি করেন, সবই মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য। মা-বাবার সীমাহীন ত্যাগ আর রুশনির অদম্য পরিশ্রমেই এসেছে এই ফলাফল।

রুশনি বলে,আমি মেডিকেলে পড়ে চিকিৎসক হতে চাই। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতে চাই।

তার মা জানান,অভাব থাকলেও মেয়ের পড়াশোনায় ছেদ পড়তে দেইনি। ওর স্বপ্ন পূরণই আমার চাওয়া।

তবে এসএসসি পাসের পর তার সামনে নতুন এক যুদ্ধ কলেজে ভর্তি ও মেডিকেল ভর্তির প্রস্তুতির খরচ। এ যুদ্ধে সমাজের হৃদয়বান মানুষদের সহায়তা পেলে রুশনির স্বপ্ন বাস্তবে রূপ নেবে। আর একটি স্বপ্ন পূরণ মানে শুধুমাত্র একটি মেয়ের জীবন নয়, বদলে যেতে পারে একটি পরিবার, একটি গ্রাম এবং ভবিষ্যতের একটি প্রজন্ম।

Post a Comment

0 Comments