Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রাজারহাটে চলন্ত ট্রেনের ধাক্কায় নি*হ*ত এক

 




এনামুল হক সরকার, বিশেষ প্রতিনিধি, রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাটে চলন্ত রেলগাড়ীর ধাক্কায় নিবাস চন্দ্র রায় নামের একজন মধ্য বয়সী এক কৃষক নিহত হয়েছে।

 সোমবার (৭জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় রাজারহাট-তিস্তা রেল সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। নিহত কৃষক নিবাস চন্দ্র (৪২)রাজারহাট ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামের বলাই চন্দ্র সরকারের ছেলে। 


প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ বলেন, রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ৪১৬ রমনা লোকাল ট্রেন আসার সময় সুন্দরগ্রাম পুটিকাটা সড়ক দিয়ে সাইকেল যোগে কৃষক নিবাস চন্দ্র সরকার (৪২) গরুর ঘাস কাটার জন্য রেললাইন পাড় হচ্ছিল তখনই চলন্ত ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে প্রত্যাক্ষদর্শীরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লালমনিরহাট রেলপুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।



Post a Comment

0 Comments