Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

প্রাথমিক শিক্ষায় সমতা ও ন্যায়ের পথে এক সাহসী পদক্ষেপ

 



মোঃ দিদার আহমেদ জীবন



সরকারের এই সিদ্ধান্ত — কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা বন্ধ করা — আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণভাবে সমর্থন করি।

আজকাল অনেক কিন্ডারগার্টেন এমনভাবে পরিচালিত হয় যেখানে শুধুমাত্র টাকার বিনিময়ে সুযোগ নিশ্চিত হয়। গরিব, প্রান্তিক পরিবারের সন্তানরা সেখানে প্রবেশেরই সুযোগ পায় না, বৃত্তি পরীক্ষার নামেও চলে এক ধরনের ব্যবসা। ফলে এই পরীক্ষাগুলো প্রকৃত মেধার মূল্যায়নের চেয়ে আর্থিক ও সামাজিক বৈষম্যকে আরও গভীর করে তুলছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এখন আগের চেয়ে অনেক উন্নত — সেখানে ভালো মানের শিক্ষক আছেন, মানসম্মত শিক্ষা হচ্ছে এবং মনিটরিং ব্যবস্থাও জোরদার হচ্ছে।

এখন সময় এসেছে সকল শিশুদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার। প্রাথমিক শিক্ষাকে হতে হবে সকলের জন্য — ধনী-গরিব, শহর-গ্রাম নির্বিশেষে। ইনশাআল্লাহ, এই সিদ্ধান্ত আমাদের আগামী প্রজন্মকে আরও সুন্দর, সমতা ও ন্যায়ভিত্তিক শিক্ষার পথে এগিয়ে নেবে।

শিক্ষা হোক অধিকার, ব্যবসা নয়।

Post a Comment

0 Comments