নিজস্ব প্রতিবেদক, ১৭ জুন ২০২৫
কুড়িগ্রামের রাজারহাটে মাছ ধরার সময় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন নাজমুল হোসেন (৪৫) নামের একজন ব্যক্তি। তিনি রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কাচারিপাড়া গ্রামের বাসিন্দা এবং স্বপ্ন শপের স্থানীয় ডিলার ছিলেন। তার পিতার নাম মৃত জাহেদুল ইসলাম।
ঘটনাটি ঘটে সোমবার (১৬ জুন) বিকেলে। নিজ বাড়ির পুকুরে বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পানি সেচ শেষে বৈদ্যুতিক পাম্পের তার খুলে গুছিয়ে রাখার সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ না করায় নাজমুল সরাসরি বৈদ্যুতিক শকে আক্রান্ত হন এবং সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
0 Comments