Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্ত এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। রোববার দিবাগত রাতে উপজেলার বালারহাট, শিমুলবাড়ী ও অনন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, ইস্কাফ সিরাপ ও ফেনসিডিল জব্দ করা হয়। অভিযানে মাদকদ্রব্য জব্দ করা গেলেও রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যান চোরাকারবারীরা। তবে বিজিবি জানিয়েছে, চোরাকারবারীদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।

Ezoic

বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী উপজেলার বালারহাট বিওপি’র কুরুশা-ফেরুসা, শিমুলবাড়ী বিওপি’র নন্দিরকুটি এবং অনন্তপুর বিওপি’র নাগরাজ সীমান্তে রোববার দিবাগত রাতে বিজিবি’র ৩টি বিশেষ টহলদল অভিযান চালায়। কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল ও একটি ইজিবাইক তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে— গাঁজা ১২৬.৭ কেজি (মূল্য ৫,৯৩,৪৫০ টাকা), ইজিবাইক ১টি, ইস্কাফ সিরাপ ৩৩৯ বোতল (মূল্য ১,৩৫,৬০০ টাকা), এবং ফেনসিডিল ১০৯ বোতল (মূল্য ৪৩,৬০০ টাকা)। সব মিলিয়ে জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ৭,৭২,৬৫০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×

Ezoic

তিনি আরও জানান, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।


প্রতিবেদকঃ মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী

Post a Comment

0 Comments