কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা নদীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে।
রোববার (১৫ জুন) বিকেলে ইউনিয়নের ২নং ওয়ার্ডের নওয়াবশ গ্রামে নদীর তীরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, বিকেলে নদীর তীরে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখা যায়। তার গলায় পুঁতির মালা ছিল এবং পরনে ফুল শার্ট ও লুঙ্গি।
মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে, ব্যক্তি হয়তো জেলে ছিলেন। তবে কোথা থেকে কীভাবে মরদেহটি নদীতে এসেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত নন। পরে স্থানীয়রা মরদেহটি নদী থেকে ডাঙায় তুলে রাখলেও রাত পৌনে ৯টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।
এ বিষয়ে চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির বলেন, “খবর পেয়ে চিলমারী থেকে পুলিশ সদস্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” লাশটি বর্তমানে স্থানীয় পর্যবেক্ষণে থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদকঃ মোবাশ্বের নেছারী
0 Comments