কুড়িগ্রাম, ১৬ জুন ২০২৫:
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক দম্পতির ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে স্থানীয় কিশোর গ্যাংয়ের একজন সদস্য জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতরা হলেন রুমি বেগম (৪৫) ও তার স্বামী আব্দুল করিম (৫২)। বর্তমানে তারা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় রুমি বেগমের ভাই মো. আব্দুস সালাম কুড়িগ্রাম সদর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে তিনি হামলার পেছনে কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করেন।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের অভ্যন্তরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করেছে। ইতোমধ্যে হাসপাতাল ও পুলিশ প্রশাসন যৌথভাবে বিষয়টি তদন্ত করছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে হাসপাতালে মতো একটি নিরাপদ স্থানে এ ধরনের হামলার ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যকে শনাক্তের কাজ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
0 Comments