কুড়িগ্রাম, ২ জুলাই ২০২৫
জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের পরিবারের তিন সদস্যের নামে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নোটিশপ্রাপ্তরা হলেন—তার স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়াত বিন জাকির (সেরৌভ) এবং মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ী।
মঙ্গলবার (২ জুলাই) কুড়িগ্রামের রৌমারীতে সাবেক মন্ত্রীর বাড়ির মূল ফটকে তিনটি পৃথক নোটিশ টানিয়ে দেন দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
দুদকের দাবি, প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে স্বনামে ও বেনামে বিপুল পরিমাণ স্থাবর–অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে, যা তাদের ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। কমিশনের আইন ২০০৪-এর ২৬(১) ধারায় তাদের ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিস্তারিত বিবরণ জমা দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ে তথ্য না দিলে কিংবা মিথ্যা বিবরণী দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশপ্রদানকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, “এর আগেও একটি নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু বাড়িতে কাউকে না পাওয়ায় তা ফেরত আনতে হয়। এবারো একই পরিস্থিতিতে প্রধান ফটকে নোটিশগুলো টানিয়ে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে অভিযুক্তদের কেউ গণমাধ্যমের সঙ্গে যোগাযোগে সাড়া দেননি। তাদের ফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে।
প্রসঙ্গত, জাকির হোসেন ২০০৮ ও ২০১৮ সালে কুড়িগ্রাম-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৯ সালে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। সর্বশেষ ২০২৪ সালের ২৪ অক্টোবর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
0 Comments