কুড়িগ্রাম প্রতিনিধি | ১ জুলাই ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে 'আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সবুজপাড়ায় জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। এতে আরও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, মো. পনির উদ্দীন, মো. নুরনবী সরকার, মো. আলমগীর হোসেনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম খান বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় আমার বাংলাদেশ পার্টি তার প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। ৩৬ জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের অর্জন নয়, এটি গণমানুষের সম্মিলিত প্রয়াসের ফসল।”
তিনি আরও বলেন, “জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সকল নাগরিক ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা একত্রে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং সাধারণ মানুষের মাঝে ‘জুলাই চেতনা’ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
0 Comments