Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

চিলমারীতে কড়ই গাছের ভেতরে রহস্যজনক আগুন: ব্যর্থ ফায়ার সার্ভিস, আতঙ্কে এলাকাবাসী


 স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম | ১ জুলাই ২০২৫


কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলস্টেশন এলাকায় একটি কড়ই গাছের ভেতরে হঠাৎ করে আগুন জ্বলে ওঠার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একাধিকবার চেষ্টা সত্ত্বেও আগুন সম্পূর্ণভাবে নিভানো যায়নি। এই অস্বাভাবিক ঘটনাটি স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করেছে।


ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের মাস্টার পাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করে গাছটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু সময় পর দেখা যায় আগুনও জ্বলছে। বিষয়টি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে এবং আশপাশের শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করে গাছটি দেখতে।


স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, “সকালবেলা শুনি রেলস্টেশনের পাশে একটি গাছে আগুন লেগেছে। গিয়ে দেখি গাছের ভেতর থেকেই ধোঁয়া ও আগুন বের হচ্ছে, কিন্তু বাইরের দিকে আগুন লাগানোর কোনো আলামত নেই।”


ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ফারুক হোসেন জানান, “ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু বারবার পানি ও অন্যান্য উপায়ে চেষ্টা করেও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কিছুক্ষণ পর আগুন আবারও জ্বলে ওঠে।”


এলাকাবাসীর ধারণা, গাছের ভেতরে হয়তো কোনোভাবে গ্যাস বা অন্য কোনো রাসায়নিক প্রতিক্রিয়ার মাধ্যমে আগুন জ্বলতে পারে। তবে অনেকেই একে “অলৌকিক ঘটনা” বলেও উল্লেখ করছেন।


চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “গাছটি রেলওয়ের জমিতে অবস্থিত। বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। রেলওয়ে ও বন বিভাগকে ইতোমধ্যে জানানো হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ শুরু করেছে।”


স্থানীয় বাসিন্দা আমেনা বেগম (৫০) বলেন, “জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু এমন গাছের ভেতরে আগুন জীবনে প্রথম দেখলাম।” স্কুলছাত্রী আশামনি খাতুন বলেন, “স্কুলে এসে শুনলাম গাছ জ্বলছে, বান্ধবীদের নিয়ে দেখতে চলে এসেছি।”


এই ঘটনার পর থেকে রমনা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাছের কাঠামো, মাটির গঠন এবং আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments