Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ভূরুঙ্গামারীতে কারাগারে থেকেও নির্বাচনে বাজিমাত শ্রমিকনেতা রঞ্জুর

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কারাগারে থেকেও নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শ্রমিকরা নেতা রঞ্জুর মিয়া। কারাগারে থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তার সমর্থকদের মাঝে আনন্দের বাঁধ ভাঙা জোয়ার বইছে। শ্রমিক নেতা রঞ্জু বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ও পুলিশের করা নাশকতাবিরোধী মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কুড়িগ্রাম জেলা কারাগারে আছেন।

 

জানা গেছে, শনিবার (৫ জুলাই) কুড়িগ্রাম জেলা ট্রাক-ট্যাংকলড়ী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ভূরুঙ্গামারী  উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

ভূরুঙ্গামারী মহিলা কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৩৩ জন। তার মধ্যে ১ হাজার ১২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট  গণনা শেষে মধ্যে  রাতেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।  

এতে সভাপতি পদে চেয়ার প্রতীকে হাফেজ আলী ৬৫৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাতা প্রতীকের জয়বর আলী, যিনি পেয়েছেন ৪৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদে হেলিকপ্টার প্রতীকের রঞ্জু মিয়া বিপুল ভোটে জয়ী হন। তিনি পেয়েছেন ৭১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মমিনুল হক মমিন ট্রাক্টর প্রতীকে পেয়েছেন ৩১৮ ভোট।

সহ-সভাপতি পদে ৬৪২ ভোট পেয়ে মিঠু মিয়া ও ৫৮৭ ভোট পেয়ে  ফজল হক নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ৭৫২ ভোট পেয়ে হাছেন আলী  ও ৭৩৩ ভোট পেয়ে আবু সাঈদ নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হন নাজমুল হক। অর্থ সম্পাদক পদে ৭৩৫ ভোট পেয়ে জয়ী হন শফিকুল ইসলাম মন্ডল। সড়ক সম্পাদক পদে ৬১৫ ভোট পেয়ে  মানিক মিয়া  ও ৫২২ ভোট পেয়ে শেখ ফরিদ নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হন হানিফুর রহমান ভুট্টু।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৭৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন গোলাপ উদ্দিন। কল্যাণ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হন তোফাজ্জল হোসেন মোফা। কার্যনির্বাহী সদস্য পদে ৫৬৩ ভোট পেয়ে এমদাদুল হক লিটন ও  ৫০১ ভোট পেয়ে শফিকুল ইসলাম নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আসাদুল হক। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সজিবুর রহমান সজিব, আলাউদ্দিন সরকার, রইচ উদ্দিন বাদশ এবং মিজানুর রহমান নান্নু।

এর আগে গত ২০ জুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে বিভিন্ন পদে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


প্রতিবেদকঃ মোঃ মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী (দ্যা  নিউজ)


Post a Comment

0 Comments